'যথাযথ প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে গেলে কাজের অভাব হয় না'

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, সালেহ আহমেদ মোজাফফর বলেছেন, 'যথাযথ প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে গেলে কাজের অভাব হয়না। অপরদিকে প্রশিক্ষণ ছাড়া কেউ বিদেশে গেলে বিদেশের মাটিতে ওই প্রবাসীকে অনেক ভোগান্তির শিকার হতে হয় এবং অনেক সময় কাজ না জানায় তাকে কম বেতনে অন্য কোনো কাজ করতে হয়, অথবা চাকরি হারিয়ে তাকে দেশে ফিরে আসতে হয়।'
বুধবার (১৪ মে) সকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর বিদেশগামী কর্মীদের বিভিন্ন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এছাড়া, এসময় তিনি দেশ বিদেশে শিক্ষিত ও দক্ষ পেশাদার ড্রাইভারের চাহিদা পূরণের পাশাপাশি বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) এর অর্থায়নে ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, চার মাস (৩৬০ ঘন্টা) মেয়াদি 'মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেম্যান্স" এর উদ্বোধন করেন।
এরপর সালেহ আহমেদ মোজাফফর ফরিদপুর টিটিসি ক্যাম্পাসের মসজিদের পাশে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে নিয়ে একটি বৃক্ষরোপন করেন।
ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ প্রকৌশলী মো. আখতারুজ্জামান এর সভাপতিত্বে বিদেশগামী কর্মীদের বিভিন্ন কোর্সের সমাপনী (২০২৫) অনুষ্ঠানের প্রধান অতিথি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, সালেহ আহমেদ মোজাফফর ছাড়াও প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের জেলা কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মো. আখতারুজ্জামান উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'ফরিদপুর সিটিসি থেকে এই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ভিন্ন ভিন্ন কোর্সে প্রায় এক হাজার প্রশিক্ষণার্থী তাদের প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পুর্ণ করলেন।' অধ্যক্ষ আখতার আরো বলেন, 'ফরিদপুর টিটিসি'তে প্রতিটি প্রশিক্ষণার্থীকে নির্দিষ্ট কোর্সে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি তাদেরকে ভাষা, কর্মক্ষেত্রে ব্যবহার, শিষ্টাচার, নিয়মানুবর্তিতা এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের বিষয়ে সুবিধা-অসুবিধাসহ খুটিনাটি সব বিষয়ে আলোকপাত করা হয়ে থাকে। যাতে এই প্রতিষ্ঠানের একজন প্রশিক্ষণার্থী সম্পুর্ণ দক্ষ ও অভিজ্ঞ হয়ে তার কর্মস্থলে যোগদান করতে পারেন এবং তার জীবনের কর্মক্ষেত্রে সফলকাম হতে পারেন।'
(আরআর/এসপি/মে ১৪, ২০২৫)