সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ করেছেন শহরের ব্যবসায়ীরা। এই দাবিতে আজ বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বাগেরহাট শহরের সকল দোকানপাট বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বাণিজ্য মেলা বন্ধের দাবি করা ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য মেলা বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি নেয়া হবে। এদিন দুপুরে বাগেরহাট শহরের বিসমিল্লাহ মার্কেট সংলগ্ন এলাকায় ব্যবসায়ী জড়ো বলেন, কোনোভাবেই বাণিজ্য মেলা করতে দেয়া হবে না। এই বাণিজ্য মেলার নামে জুয়া ও অশ্লীলতা বাগেরহাটবাসী মেনে নেবে না। বাগেরহাটে বাণিজ্য মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতির ব্যাপক অবনতি হবে বলে ব্যবসায়িক নেতারা জানান। এরআগে একই দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করেন তারা।

(এস/এসপি/মে ১৪, ২০২৫)