সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : মোংলা বন্দরে ফিতা আমদানির কথা বলে অবৈধ ভাবে আমদানী করা পাঁচ কোটি টাকা মূল্যের সিগারেট জব্দ করেছে কাস্টমস হাউস।

গতকাল বিকেলে মোংলা বন্দর জেটিতে পিআইএল বাংলাদেশ লিমিটেডের একটি ২০ ফিট কন্টেইনারে ভর্তি ওরিস সিলভার ব্রান্ডের এসব সিগারেট জব্দ করা হয়। এই কন্টেইনারে ফিতা আমদানির কথা ছিল।

মোংলা কাস্টম হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান জানান, মুন্নি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ফিতা আমদানির ঘোষনা দিয়ে অবৈধভাবে এসব সিগারেট কন্টেইনারে ভরে মোংলা বন্দরে নিয়ে আসে। জব্দ করা ৩৯০ প্যাকেজে ৭৮ লাখ শলাকার সিগারেটের মূল্য পাঁচ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৪০৬ টাকা। এ ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

(এস/এসপি/মে ১৪, ২০২৫)