আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় বৃহস্পতিবার রাতে পুলিশী অভিযানে বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের ছিদ্দিক ফকিরের ছেলে মাদকসহ ব্যবসায়ি রিয়াজ ফকির আটকের পর পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে গেছে। ওই মাদক ব্যবসায়ির হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন যাদের মধ্যে দুইজন হাসপালে ভর্তি রয়েছে। পুলিশ রাতভর অভিযান চালিয়ে শুক্রবার ভোড়ে উপজেলার ছয়গ্রাম থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া রিয়াজ ফকিরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এ ঘটনায় পুলিশের বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত রিয়াজ ফকিরকে তরফ থেকে মামালা দায়ের করা হয়।

আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে অভিযান চালায় আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মামুন হোসেন ও কনস্টেবল কামাল হোসেন, সাইমুন আল সাকিব।

অভিযানে বাাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের ফকিরবাড়ির দিনমজুর ছিদ্দিক ফকিরের ছেলে রিয়াজ ফকিরকে ১৬ পিস ইয়াবাসহ আটক কর হয়।

আটকের পর রিয়াজের দুই হাতে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলতে গেলে রিয়াজ হঠাৎ কনস্টেবল কামাল হোসেনের গোপনাঙ্গে লাথি মেরে ও কনস্টেবল সাইমুন আল সাকিবের বুকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। তাকে ধরতে গিয়ে আহত হন এএসআই মামুন হোসেনও।

আহত পুলিশ সদস্যদের তাৎক্ষণিকভাবে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কনস্টেবল কামাল হোসেন ও সাইমুন আল সাকিবকে ভর্তি করা হয় এবং এএসআই মামুন হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর পুরো রাত অভিযান চালিয়ে হাতকড়াসহ শুক্রবার ভোড়ে উপজেলার ছয়গ্রাম এলাকা রিয়াজকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এর পূর্বেও অভিযুক্ত রিয়াজের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি একটি চিহ্নিত মাদক চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতালের চিকিৎসক ডা. শিশির কুমার গাইন জানায়, আহত পুলিশ সদস্যদের তাৎক্ষণিকভাবে কনস্টেবল কামাল ও কনস্টেবল সাইমুনকে ভর্তি করা হয়েছে। এএসআই মামুন হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

গ্রেফতারকৃত রিয়াজের বাবা ছিদ্দিক ফকির জানায়, তার ছেলে রিয়াজ মাদকসেবী। মাদক সেবনে বাধা দিলে উল্টো তার উপরই ক্ষিপ্ত হয়, বার বার বাঁধা দিয়েও তাকে এপথ থেকে ফেরাতে পারেননি তারা।
এ ঘটনায় মাদক উদ্ধার ও পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত রিয়াজকে শুত্রবার আদালতে পাঠানো হয়েছে।

(টিবি/এসপি/মে ১৬, ২০২৫)