আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকায় আজ শুক্রবার সকালের দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামের এক কলেজ ছাত্র নিহত ও তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তালহা বার্থী ইউনিয়নের পশ্চিম বার্থী গ্রামের বাসিন্দা পুলিশ কনস্টবল আজাদ বেপারীর একমাত্র ছেলে এবং সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিলেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, তালহা ও তার দুই বন্ধু মহাসড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে কথা বলছিলেন। এসময় অজ্ঞাতনামা একটি পিকআপ এসে তাদের স্ব-জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তালহা নিহত ও দুই আরোহী আহত হয়। আহতরা হলেন-বার্থী গ্রামের নুর আলম গোমস্তার ছেলে হিমেল গোমস্তা এবং একই গ্রামের সোহেল মালের ছেলে শাহীন মাল।

(টিবি/এসপি/মে ১৬, ২০২৫)