বিশেষ প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরের মুঠোফোনে ভিডিও ধারণ করার অপরাধে শাহিন শেখ (২৫) নামে এক দিনমুজুরকে সালিশের কথা বলে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে প্রেরণ করার কথা জানিয়েছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুর রহমান। এর আগে গত শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নলনের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পিটিয়ে হত্যা করা ওই দিন মজুরের নাম শাহিন শেখ (২৫)। সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে।

নিহতের পিতা জিন্নাহ শেখ বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় শ্যাম, কচি, মুক্তার, রাকিবুল সহ কয়েকজন আমার ছেলেকে বাড়ি থেকে সালিশের কথা বলে ডেকে নিয়ে যায়। আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ তোলে একটি ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করা। এরপর একটি ঘরে বন্দি করে তাকে কাঠের বাটাম দিয়ে মারপিট করে। বাটাম দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়। রাত ১০ রাজবাড়ী সদর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। আমার ছেলে হত্যার জন্য আমি রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করবো।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

(একে/এএস/মে ১৭, ২০২৫)