মোহাম্মদ সজীব, ঢাকা : রাজধানীর জিগাতলা ও মোহাম্মদপুরে এক রাতে দুটি হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন একজন শিক্ষার্থী, আরেক ঘটনায় নিহত হয়েছেন এক ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী ফটোগ্রাফার। গতকাল শুক্রবার রাত ৮টার পরে থেকে এই ঘটনা দু’টি ঘটে।

নিহতরা হলেন- বরিশালের আগৈঝরার পূর্ব সুজনকাঠীর আবুল ফকিরের ছেলে নুর ইসলাম (২৬)। পেশায় তিনি আলোকচিত্রি ছিলেন। থাকতেন ধানমণ্ডি থানার শংকর বাসস্ট্যান্ডের পেছনে। আরেকজন ড. মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলভী (২৭)। তার বাবার নাম মশিউর খান পাপ্পু।

শনিবার (১৭ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

মোহাম্মদপুরের দুর্গা মন্দিরের গলিতে রাত ৮টার দিকে তার বন্ধুর সাথে দাঁড়িয়ে ছিলেন নুর ইসলাম (২৬)কে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা এবং দুই হাতে কুপিয়ে জখম করে। পরে রাত ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরে দেশীয় অস্ত্র হাতে দৌড়ে নুর ইসলামকে ধাওয়া করে কয়েকজন যুবক। নুর ইসলামও জীবন বাঁচাতে দৌড়ে শেষ রক্ষা হয়নি এ সময় তার কাছ থেকে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

নুর ইসলামের বড় ভাই ওসমান গনি বলেন, ‘আমার ছোটভাই বিভিন্ন বিয়ের অনুষ্ঠানের ফটোগ্রাফির কাজ করত। ধারালো অস্ত্র দিয়ে তার মাথা এবং দুই হাতে কুপিয়ে জখম করে। আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।’

এদিকে হাজারীবাগ জিগাতলা এলাকায় সামিউর রহমান আলভি (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তার তিন বন্ধু– রাব্বী, জাকারিয়া এবং ইসমাইল আহত হয়েছেন।

নিহত আলভী ধানমন্ডি ড. মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আলভী ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছিলেন। সে সময় ২০ থেকে ২৫ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর আকস্মিকভাবে হামলা চালায়। হামলায় আলভী গুরুতরভাবে আহত হন।

নিহত আলভীর স্বজনরা বলেন, ‘আলভী ড. মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষে লেখাপড়া করত। আজ রাত সোয়া ৮টার দিকে আলভী ও তার বন্ধু আশরাফুল জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে চা খাচ্ছিল। এ সময় অজ্ঞাত তিন থেকে চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে জাপান বাংলাদেশ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এস/এসপি/মে ১৭, ২০২৫)