আগৈলঝাড়ায় শিশু ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার
.jpg)
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় গুচ্ছ গ্রামে আশ্রিত দিনমজুর শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলায় র্যাবের সহায়তায় ধর্ষক সুমন সন্যামতকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা অফিসার ইন চার্জ মো. অলিউর রহমান জানান, গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গ্রামের মতিউর রহমান সন্যামতের ছেলে সুমন সন্যামত (৩৮) স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশু শিক্ষার্থীকে একা পেয়ে গত ১৬ এপ্রিল দুপুরে শিশুর নিজের ঘরে জোর পুর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। ওই ঘটনায় শিশুর মা বাদী হয়ে ওই দিন রাতে ধর্ষক সুমন সন্যামতকে একমাত্র আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষক সুমন সন্যামত ধর্ষিতা শিশুটির একই ক্লাশে পড়ুয়া সহপাঠির বাবা।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সোহরাব হোসেন আসামী গ্রেফতারের জন্য বরিশাল র্যাব-৮ এর সহায়তা নিয়ে ঘটনার এক মাস পরে শুক্রবার সন্ধ্যায় বরিশাল লঞ্চঘাট থেকে ধর্ষক সুমন সন্যামতকে (৩৮) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুমনকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
(টিবি/এসপি/মে ১৭, ২০২৫)