আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : জুতা ব্যবসায়ীর বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি মোবাইল ফোন রেখে গেছে চোরেরা। তবে ওই মোবাইল ফোন চোরদের ব্যবহৃত কিনা এখনো জানা যায়নি। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের।   

ওই গ্রামের বাসিন্দা ও বাটাজোর বন্দরের জুতা ব্যবসায়ী রিয়াজ বেপারী জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে ভবনের ভেন্টিলেটর দিয়ে কক্ষে প্রবেশ করে চোরের দল। এসময় সাড়ে চার ভরি স্বর্ন, নগদ ১ লাখ ২২ হাজার টাকা ও চারটি এন্ড্রোয়েট মোবাইল ফোন নিয়ে যায়। তবে চোরেরা সিমসহ একটি বাটন ফোন ভুলে ফেলে রেখে গেছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরচক্রকে সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/মে ১৭, ২০২৫)