ঢাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আগৈলঝাড়ার নুর ইসলাম নিহত

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আগৈলঝাড়ার নুর ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মে) রাতের দিকে মোহাম্মদপুরের পুলপাড় মুচিপাড়া গলির সামনে শেরেবাংলা রোড ছিনতাইকারীর হামলায় ওই যুবক নিহত হয়।
নিহত নুর ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের আবুল ফকিরের ছেলে। তিনি ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন এবং আলোকচিত্রর কাজ করতেন।
স্থানীয়রা জানান, ছিনতাইকারীরা তার পথরোধ করে গলায় ও বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সাথে থাকা টাকা পয়সা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে তাকে দুর্গা মন্দির গলি এলাকা থেকে উদ্ধার করে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে নুর ইসলামকে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুষ্কৃতিকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
(টিবি/এসপি/মে ১৭, ২০২৫)