স্টাফ রিপোর্টার : রাজধানীর আদাবর থানার আওয়ামী লীগের সভানেত্রীকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেশ কয়েকটি হত্যা মামলার আসামি। ওই নেত্রীর নাম রোজী জয়িতা। তিনি আদাবর থানার আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন।

আজ শনিবার ভোরের দিকে আদাবর থানাধীন শেখেরটেক এলাকা থেকে এই নেত্রীকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৬ টার দিকে শেখেরটেক ৬ নম্বর রোডের একটি বাসা থেকে এই নেত্রীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আদাবর থানায় দুটি হত্যা মামলা হয়েছে, এছাড়াও রাজধানীর কয়েকটি থানায় হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আদাবর থানার আওয়ামী লীগের সভানেত্রী রোজী জয়িতার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এসএম জাকারিয়া)।

এ বিষয় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এসএম জাকারিয়া) জানান, ভোর ৬ টার দিকে আমরা জানতে পারি আদাবর এলাকার আওয়ামী লীগের সভানেত্রী শেখেরটেক এলাকায় একটি বাসায় অবস্থান করছে। পরবর্তীতে সেখানে পুলিশ পাঠালে প্রথমে তিনি অস্বীকার করে তিনি নেত্রী না। পরবর্তীতে নিজেই ঘটনা স্থানে উপস্থিত হয়ে মহিলা পুলিশ সদস্য সঙ্গে নিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওসি আরো জানান আদাবর থানায় তার বিরুদ্ধে ২ টি হত্যা মামলা রয়েছে এছাড়াও তার বিরুদ্ধে রাজধানীর কয়েকটি থানায় মামলা রয়েছে বলে জানা যায়। গত ৫ আগস্টের পর থেকে পালিয়ে ছিলেন এই সভানেত্রী। কিন্তু আজ তাকে আদাবর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।

এদিকে গতকাল শ্যামলী এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার অপরাধে (৪ জনকে) গ্রেফতার করে পুলিশ। আদাবর থানা সূত্রে জানা গেছে ১৬ মে আদাবর থানাধীন শ্যামলী-কল্যানপুর রোডে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। উক্ত ঘটনা সংক্রান্তে আদাবর থানায় একটি মামলা রুজু করা হয়। উক্ত মামলায় আদাবর থানা পুলিশ (শনিবার) ভোর ৬ টা থেকে অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করা হয়।

এরা হচ্ছেন মোঃ নুরনবী (৩০) মোঃ সোবহান (৪৫) গিয়াসউদ্দিন (৪০) ও মোঃ হুমায়ুন হাওলাদার (৪৫) পুলিশ জানিয়েছে এদের গ্রেফতারের পর সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(এস/এসপি/মে ১৭, ২০২৫)