গোপালগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
.jpg)
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ৫ কেজি গাঁজাসহ নজরুল মোল্লা (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার ( ১৮ মে) সকালে কাশিয়ানী উপজেলার দক্ষিণফুকরা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।
আটককৃত নজরুল মোল্লা কাশিয়ানী উপজেলার দক্ষিণফুকরা গ্রামের হেমায়েত মোল্লার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণফুকরা গ্রামে অভিযান চালিয়ে নজরুল মোল্লার নিজ বাড়ি থেকে ৫ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন। এরপর ওই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।
(টিবি/এএস/মে ১৮, ২০২৫)