নড়াইল জেলা ওলামা লীগের সভাপতি গ্রেফতার

রূপক মুখার্জি নড়াইল : নড়াইল জেলা ওলামালীগের সভাপতি আবুল কালাম আজাদকে (৫৬) গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ।
শনিবার (১৭ মে) বিকেলে নড়াইল রূপগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।
রবিবার (১৮ মে) সকালে নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহাদারা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বাহাদুর মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল সদর থানায় গত ২৫ সেপ্টেম্বর দায়েরকৃত নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম আজাদ। জেলা গোয়েন্দা শাখা পুলিশ ও সদর থানা পুলিশ যৌথ অভিযানে নড়াইল রূপগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতার এড়াতে তিনি পালিয়ে ছিলেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন, জেলা ওলামা লীগের সভাপতি আবুল কালাম আজাদকে ডিবি পুলিশ গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তাকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
(আরএম/এএস/মে ১৮, ২০২৫)