মাদারীপুর প্রতিনিধি : নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্বর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা চত্ত্বর থেকে র‌্যালী বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কৃষক ট্রেনিং সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারী বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিসহ নারীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থা মাদারীপুর জেলা শাখার সভানেত্রী অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার তপন কুমার কর্মকার। এসময় ৫জন জয়িতাদের সম্বর্ধনা দেয়া হয়। ৫ জন জয়িতারা হলেন কালকিনি উপজেলার মাসুদা বেগম, মানসুরা বেগম, মাকসুদা বেগম, হাসনাহেনা ও রোজিনা বেগম সীমা।

(এসিএ/পি/ডিসেম্বর ০৯, ২০১৪)