পার্বতীপুর প্রতিনিধি : চাকরি নিয়মিত না হওয়ায় দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনির ১৭৪ জন অস্থায়ী শ্রমিক বেতন উত্তোলন বন্ধ রেখেছেন। চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। আজ রবিবার দুপুরে কয়লাখনি গেটে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন শ্রমিকরা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান খনি শ্রমিক লিটন খাঁ। তিনি বলেন, কয়লাখনি এলাকার ২০ গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবার আমরা। খনি কর্তৃপক্ষের মাধ্যমে গত ২০১৮ সালে ৬ জুন শ্রমিক হিসাবে ১৭৪ জনকে অস্থায়ী শ্রমিক হিসাবে নিয়োগ প্রদান করা হয়। পরে, জানলাম আমাদের চাকরিটি হয়েছে একটি সাব-কন্ট্রাক্টরের (জেএসএমই) অধীন। এতে আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানাই। সে সময়কার খনির মাইনিং ব্যবস্থাপক আমাদের আশ্বস্থ করে বলেছিলেন, কোম্পানির সকল শ্রমিক সমান। পরবর্তীতে শ্রমিকদের নিয়মিত করণের আশ্বাস দিলেও তা করা হয়নি। দীর্ঘদিনেও সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি। পরে, আমরা জানতে পারি আমাদের চাকরির মেয়াদ আর মাত্র পাঁচ মাস। এ খবর পেয়ে চিন্তিত হয়ে পড়েছি, পরিবার-পরিজন নিয়ে কোথায় যাবো ভেবে পাচ্ছি না। ১৭৪ জন শ্রমিক ওই খবরে ক্ষুব্ধ হয়ে গত মাসের (এপ্রিল/২৫) বেতন উত্তোলন করেননি। চাকরি স্থায়ীকরণ করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শ্রমিকরা।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খনি শ্রমিক শাহিবুল ইসলাম, আসাদুজ্জামান জীবন ও মেহেদী হাসান। তাঁরা বলেন, আমার খনি এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দা। এ খনির কারণে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। খনির ১৪০০ ফুট মাটির নীচে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। এখন আমাদের বের করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। ওই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি আমরা।

এ ব্যাপারে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: সাইফুল ইসলাম সরকার সাথে মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

(এসএস/এসপি/মে ১৮, ২০২৫)