সাম্যের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে দিনাজপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল সমাবেশ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে দিনাজপুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।
আজ রবিবার দুপুরে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাস চত্বর এবং ক্যাম্পাস সড়কে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলাম।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউর রহমান রেজা, দিনাজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি গুলজার হোসেন গোলাপ, শাহাজাহান, যুগ্ম সাধারন সম্পাদক নুর নবী শুভ, জাকারিয়া হাবিব জনি, প্রচার সম্পাদক নয়ন, পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহানুর রহমান সোহান, যুগ্ম আহবায়ক রিফাত চৌধুরী, রানা শেখ, সদস্য উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিলন ইসলাম, ছাত্রদল নেতা সদস্য রাইক সরকার, আওলাদ হোসেন ইমরানসহ দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা দুর্জয়, আসলাম, সাজু, রানা, রানা ইসলাম, সুজন, সিয়াম, নাইম, নাছিম, রাইয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
(এসএস/এসপি/মে ১৮, ২০২৫)