বাগেরহাটে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
.png)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
শনিবার রাত ৮টার দিকে এঘটনার পর ঘাতক বড় ভাই নিখিল মাতাকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। নিহত সুনিল মাতা (৫৮) মোরেলগঞ্জ উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্ধা।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব আল রশিদ জানান, শনিবার রাত ৮টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে উপজেলার ডুমুরিয়া গ্রামের কৃষক সুনিল মাতাকে (৫৮) তারই আপন বড় ভাই নিখিল মাতা ও তার ছেলে প্রসনজিৎ মাতা কুড়াল ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে বাড়ির সামনে ফেলে রেখে যায়। পরে নিহতের পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে ঘাতক বড় ভাই নিখিল মাতাকে (৬২) গ্রেফতার করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করেছে নিহতের পরিবার।
গ্রেফতার নিখিল মাতাকে আজ রবিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
(এস/এসপি/মে ১৮, ২০২৫)