আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : দক্ষিণাঞ্চলের এতিহ্যবাহী বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর পরিচালনার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নির্বাচনের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরির কাছে লিখিত আবেদন করেন।

আজ সোমবার দুপুরে টরকী বন্দরের ব্যবসায়ী সরদার আবুল ফয়েজ জানান, টরকী বন্দর পরিচালনার জন্য বিগত ২৪ সালের ২১ সেপ্টেম্বর নির্বাচনের মাধ্যমে ছয়মাসের জন্য অন্তবর্তীকালীন কমিটি গঠন করা হয়। চলতি বছরের ২১ মার্চ ওই কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। তাই মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ এবং অবাধ সুষ্ঠ গ্রহণ যোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে আবেদন করেছি। মেয়াদোত্তীর্ণ কমিটির নেতৃবৃন্দরা বন্দরের কাঙ্খিত কোন উন্নয়ন করতে পারেন নাই বলেও তিনি অভিযোগ করেন।

বন্দরের ব্যবসায়ী এমএ গফুর জানান, কমিটির মেয়াদ প্রায় দুই মাস অতিবাহিত হয়ে গেছে। এখনো নির্বাচনের কোন আলামত দেখতে পাচ্ছিনা। আমরা অতিদ্রুত বন্দরের নির্বাচন দাবী করছি।

এ বিষয়ে জানতে বন্দর পরিচালনা কমিটির সভাপতি শরীফ সাহাবুব হাসানের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, সময় সুযোগ করে আমরা নির্বাচনের ব্যবস্থা গ্রহন করবো।

(টিবি/এসপি/মে ১৯, ২০২৫)