সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : ‎বাগেরহাট সরকারি ইনিষ্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা তিনদফা দাবি আদায়ে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে। 

সোমবার (১৯ মে) সকালে সদর উপজেলাপর বৈটপুর-চিতলীতে মেরিন ইনিষ্টিটিউটের প্রধান ফটকসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের তিনদফা দাবি সরকারি ইনিষ্টিটিউট অব মেরিন টেকনোলজি থেকে পাশ করা মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধাীদের সমুদ্রগামী জাহাজের যোগদানের জন্য অনুর্ধ্ব ৬ মাসের প্রি-সী ট্রেনিংয়ের মাধ্যমে অফিসার ক্যাডেট হিসেবে সিডিসি প্রদান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে তাদের নিয়োগ ও দেশের ৬টি সরকারি ইনিষ্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষকদের সব শুন্য পদ দীর্ঘ দিন ধরে সরকার পূরন না করায় তারা বাধ্য হয়ে সরাদেশে সরকারি সব মেরিন ইনিষ্টিটিউট অনির্দিষ্টকালের জন্য শাটডাউন করা করেছে। সরকার তাদের তিনদফা দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই শাটডাউন চলবে বলেও জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময়ে শিক্ষার্থীরা তাদের তিনদফা দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে বিক্ষোভ শেষে প্রধান ফটকসহ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করে।

(এস/এসপি/মে ১৯, ২০২৫)