শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার গোদাইল ঘাটে অবস্থিত রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরিতে আজ সোমবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা'র নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম'র নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে সহায়তা প্রদান করে র‍্যাব-১১, ডেপুটি কমিশনার অফ কাস্টমস, সহকারী পরিচালক (ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর), বাংলাদেশ পুলিশ ও আনসার ব্যাটালিয়ন। অভিযানকালে ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ রি-ইউজড ও নকল স্ট্যাম্প, ১৪ হাজার প্যাকেট সিগারেট, ২১ লক্ষ রি-ইউজড স্ট্যাম্প জব্দ করা হয়। এসব অবৈধ সামগ্রী তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের জন্য ফ্যাক্টরিটিকে ৫ লাখ টাকা জরিমানা সহ, প্রতিষ্ঠানটির ভ্যাট অফিসারকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬২ ধারায় ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, উক্ত ফ্যাক্টরিটি ২০২১ সাল থেকে দৈনিক প্রায় ৬ লক্ষ টাকা হিসেবে,মাসিক প্রায় ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। তারা ৫০% মূল (অরিজিনাল) স্ট্যাম্প এবং বাকি ৫০% রি-ইউজড স্ট্যাম্প ব্যবহার করে সিগারেট বিক্রি করত। এর আগেও ২০২৩ সালে একই অভিযোগে এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে সিলগালা করা হয়েছিল। কিন্তু তখন মাত্র সাত দিন পরেই তারা পুনরায় কার্যক্রম শুরু করে। আজকে আবারও ফ্যাক্টরিটিকে সিলগালা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

(এসবি/এসপি/মে ১৯, ২০২৫)