সালথায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে শামা ওবায়েদ

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার মোন্তার মোড় বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায় দিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
আজ সোমবার মোন্তার মোড় বাজারে উপস্থিত হয়ে তিনি এই আর্থিক সহায়তা দেন।
এসময় উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলার নাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি শাহীন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ২৭ এপ্রিল দুপুর দেড়টার দিকে সোনাপুর ইউনিয়নের মোন্তার মোড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে চারটি দোকান পুড়ে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়।
(এএন/এসপি/মে ১৯, ২০২৫)