ফুলপুরে জলাবদ্ধতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে ২ বিলের জলাবদ্ধতা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ফুলপুর পৌরসভার আয়োজনে আমুয়াকান্দা দূর্বার রাইস মিল মাঠে গণশুনানিটি অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক।
প্রায় ২৪ বছর যাবৎ পৌরসভার ভুইদ্দা বুড়ি ও কুন্দা বুড়ি নামক দুটি বিলের জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন তিন গ্রামের হাজারো মানুষ। প্রতি বছর বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিল সংলগ্ন কৃষকের ধান ক্ষেত, ফিসারীর পাড় ও স্থানীয় রাস্তাঘাট। বাড়ির ওঠোনে থাকে কোমর পানি। রান্নাঘর, গোয়ালঘর, বাড়ির উনুন ও বসত ঘরে থাকে হাঁটু পানি। দেখা দেয় বিশুদ্ধ পানি ও খাবার সংকট।
গণশুনানিতে স্থানীয়রা তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। গণশুনানি শেষে জলাবদ্ধতা নিরসনে দুই বিলের মাঝখান হতে খড়িয়া নদী পর্যন্ত সিসি ড্রেন নির্মাণের আশ্বাস দেন পৌর প্রশাসন।
এসময় ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ছিদ্দিকুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এসআই/এসপি/মে ২০, ২০২৫)