আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে যেভাবে পুলিশ দায়িত্ব পালন করে, ঠিক তেমনিভাবে সৎ পুলিশদেরও রক্ষার দায়িত্ব জনগণের ওপর বর্তায়।

আজ মঙ্গলবার সকালে বরিশাল সার্কিট হাউজে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেছেন, শুধুমাত্র একতরফাভাবে উন্নয়ন সম্ভব নয়। জনগণ এবং প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলেই টেকসই উন্নয়ন সম্ভব হবে। আমরা আশা করি যতদ্রুত সম্ভব একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেশে দায়িত্ব নেবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই একটি কার্যকর ও দায়বদ্ধ স্থানীয় সরকার গঠন সম্ভব।

দেশের বিভিন্ন অঞ্চলের দারিদ্র্যতার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নদী ভাঙনের কারণে যেমন মানুষের দারিদ্র্যতা বেড়েছে, তেমনি দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় লবণাক্ততা, জলাবদ্ধতা এবং কৃষিজমির উর্বরতা হ্রাস এই সমস্যাগুলোও দরিদ্র জনগোষ্ঠী সৃষ্টি করছে।

বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উদদেষ্টা আরও বলেছেন, দেশের অতীত অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিচ্ছি। ছাত্র ও জনতার আন্দোলনের মধ্যদিয়ে দেশ পুনর্গঠনের চেষ্টা চলছে। তবে মাঝে মাঝে পুরনো অনিয়ম ফিরে আসার প্রবণতা দেখা যায়। আমরা অন্তর্র্বতীকালীন সরকার হিসেবে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছি।

(টিবি/এসপি/মে ২০, ২০২৫)