মহম্মদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গত সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাসিক সমন্বয়ে সভা এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ প্রতিযোগিতা উপলক্ষে বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ মতিউর রহমান, স্বপন কুমার ভৌমিক ইন্সপেক্টর ইউ আর সি মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান, এ কে এম নাসিরুল ইসলাম প্রধান শিক্ষক মহম্মদপুর আর,এস,কে,এইচ ইনষ্টিটিউশন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রফিকুল ইসলাম প্রধান শিক্ষক ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, জিয়াউল হক বাচ্চু বিশিষ্ট সমাজ সেবক মেজবাউল হক প্যানেল চেয়ারম্যান বিনোদপুর ইউনিয়ন পরিষদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/মে ২০, ২০২৫)