সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে মাল্টি এক্টর প্লাটফরর্ম সদস্যদের নিয়ে সমন্বিত অংশীদারিত্বমূলক ব্যবস্থায় জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলা ও বীমা কাঠামো বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার উন্নয়ন স্ংস্থা অ্যাওসেডের বাস্তবায়নের জার্মান দাতা সংস্থা বিএমজেডের আর্থিক সহযোগিতায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সবো অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম।

বাগেরহাট জেলা মাল্টি এক্টর প্লাটফরর্মের যুগ্ন আহবায়ক সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে সভায় অন্রান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, বাবুল সরদার, সাবেক সাধারন সম্পাদক আলী আকবার টুটুল, সাংবাদিক আজাদুল হক, ইসরাত জাহান, মামুন আহম্মদে, নকীক সরিাজুল হক, মেহেরুন নেছা, নারগিস আক্তার লুনা।

সভায় বক্তারা, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাগেরহাট ও সাতক্ষীরা জেলার শরনখোলা ও তালা উপজেলা বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জলবায়ু ঝুঁকি, ক্ষয়ক্ষতি কমাতে পর্যাপ্ত অর্থায়ন এবং ঝঁকিপূর্ন জনগোষ্ঠিকে বীমার আওতায় আনার দাবি জানান।

(এস/এসপি/মে ২০, ২০২৫)