ড্রামের মধ্য থেকে উদ্ধার হলো দশ কেজি গাঁজা
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : প্লাষ্টিকের ড্রামের মধ্যে অভিনব পন্থায় ১০ কেজি গাঁজা পাচারের সময় পুলিশের হাতে মাদক সম্রাট গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বিএমপির এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির শিকদার জানান, মঙ্গলবার দিবাগত রাত এগারোটার দিকে থানার এসআই তারিকুজ্জমান ও এএসআই আজমল উদ্দিন থানা এলাকায় মোবাইল ডিউটি করছিলেন। এসময় বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড় নামক বাসস্ট্যান্ডে বানাড়ীপাড়াগামী মাহেন্দ্র গাড়ির জন্য এক ব্যক্তিকে একটি নীল রঙ্গের ড্রামসহ অপেক্ষা করতে দেখে টহলরত পুলিশের সন্দেহ হয়। একপর্যায়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তির কাছে গেলে সে ড্রামসহ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ তাকে আটক করে ড্রামের মধ্যে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় রাখা ১০টি পলিথিনের প্যাকেট জব্দ করেন।
ওসি আরও জানান, প্রতিটি প্যাকেটে এক কেজি করে মোট দশ কেজি গাঁজা ছিলো। পরবর্তীতে আটককৃতকে থানায় আনার পর জিজ্ঞাসাবাদে সে তার নাম নয়ন তালুকদার (১৯) বলে জানায়। নয়ন বাগেরহাটের মোরলগঞ্জ থানার উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে আরো একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় থানার এসআই মো. তারিকুজ্জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
(টিবি/এসপি/মে ২১, ২০২৫)