শামীম হাসান মিলন, চাটমোহর : পাবনার চাটমোহরে বহুল আলোচিত কবরস্থানের সভাপতি পদে নির্বাচন স্থগিত করেছেন স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি। বুধবার (২১ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, নির্বাচন কমিশন প্রধান ও কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার।

নির্বাচন কমিশন প্রধান ও কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার জানান, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের সমাজ নিয়ে গঠিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থান কমিটির সভাপতি পদে নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়েছে।

আগামী ২৪ মে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ও এলাকায় আইনশৃঙ্খলার অবণতি হওয়ার আশংকায় আমরা নির্বাচন পরিচালনা কমিটি এই নির্বাচন স্থগিত ঘোষনা করেছি। দুই একদিনের মধ্যে গ্রামের প্রধানবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে বসে সমঝোতার মাধ্যমে আমরা একটি গ্রহনযোগ্য কমিটি উপহার দিবো।

আলোচিত চাটমোহর উপজেলায় এমনই এক ভোটগ্রহণ নিয়ে বিষয়টি ভাইরাল হয়। মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়, স্থানীয় একটি কবরস্থান কমিটির সভাপতি পদ নিয়ে ভোট! নির্বাচনকে সামনে রেখে গঠন হয় নির্বাচন কমিশন। ঘোষণা করা হয় তফশিল। শুধু কী তাই, ৩০ হাজার টাকা করে দুইজন প্রার্থী মনোনয়ন কেনার পর দাখিল করেছেন। সেই সাথে দেওয়া হয়েছে প্রতীক বরাদ্দ! প্রতিক ও প্রার্থীও ছবি সম্বলিত পোস্টারে ছেয়ে যায় পুরো নির্বাচনী এলাকা। ভোটার সংখ্যাছিলো ৮০০। বিষয়টি সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলো।

নির্বাচন স্থগিত বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, নির্বাচন পরিচালনা কমিটি সেখানে নির্বাচন স্থগিত ঘোষনা করেছে বলে জেনেছি। এই নির্বাচন ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা অবণতি হওয়ার সম্ভাবনা ছিল। তবে তারা নিজেরা যদি সবার সম্মতিতে একটা গ্রহনযোগ্য কমিটি দিতে পারে তাহলে সেটাই ভালো হয়। তবে কেউ যদি এ নিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটনোর চেষ্টা করে তাহলে বিধি মোতাবেক তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা আমরা গ্রহন করবো।

উল্লেখ্য, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের সমাজ নিয়ে গঠিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয়ভাবে সভাপতিসহ কমিটি গঠনের জন্য তোড়জোড় শুরু হয়। কিন্তু সভাপতি কে হবেন? এমন বিষয় নিয়ে দুইটি পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনা। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। এলাকাবাসীরা দাবি জানান ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হোক।

আর এই নির্বাচনকে কেন্দ্র করে চাটমোহর উপজেলা সহ সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যেই দুই প্রার্থী তাদের নিজ এলাকায় প্রচার প্রচারণা করতে থাকেন। এ নিয়ে এলাকায় দুই দ্রুপের মধ্যে উত্তেজনাও বিরাজ করতে থাকে। মানুষের মাঝে সংশয় এবং উৎকণ্ঠা সৃষ্টি হলে অনাকাংখিত কোন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সে লক্ষে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

(এসএইচ/এসপি/মে ২১, ২০২৫)