সোনারগাঁয়ে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার

নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতনামা দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। আজ বুধবার সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে উপজেলার কাঁচপুর ললাটি এলাকা থেকে এক যুবকের এবং আশারিয়ার চর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, উদ্ধারকৃত মরদেহ দুটি অজ্ঞাত যুবকের। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
(এনকেএস/এসপি/মে ২১, ২০২৫)