খানপুর হাসপাতালে বেড়েছে চুরির ঘটনা, বিপাকে রোগী-স্বজনরা, নেই কোন প্রতিকার

শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে সম্প্রতি চুরি-ছিনতাই বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাসপাতালের গাইনী বিভাগের পিছন দিকের জানালা দিয়ে প্রতি রাতে রোগী ও তাদের স্বজনদের মোবাইল ও টাকা পয়সা সহ মূল্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোরের দল। এতে কেউ বাধা দিতে গেলে চোরেরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, ফলে রোগী ও তাদের স্বজনরা ভয়ে কিছু করতে পারছে না। অত্র হাসপাতলের রেজিস্ট্রার-শিশু বিভাগ ডাঃ এম আবুল কালাম আজাদ বলেন,প্রতিদিনই রাতে কারো না কারো মোবাইল, স্বর্ণের চেইন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যাচ্ছে চোরেরা। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। আমার চেম্বারের এসির তার খুলে নিয়ে গেছে চোরেরা। তাদের ভয়ে কেউ কিছু করতে পারছে না। চোরেরা চুরি করে পিছনের দেওয়াল টপকে নির্বিঘ্নে বাহিরে বের হয়ে যায়। এ বিষয়ে জেলা প্রশাসককে চিঠি দিয়ে অবগত করা হলেও এখন পর্যন্ত কোন প্রকার প্রতিকার পাওয়া যায়নি বলে জানা যায়।
হাসপাতালে সেবা নিতে আসা প্রসূতি বিভাগের রোগী ও তাদের স্বজনেরা বলেন, আমরা খুব ভয়ে রাত্রি যাপন করি। কারণ পিছনের জানালা দিয়েই চোরেরা সবকিছু হাতিয়ে নিয়ে যায়। যে কোনো সময় চোরচক্র প্রাণহানি ঘটাতে পারে।
স্থানীয়রা জানায়, এরা কিশোর গ্যাং এর সদস্য। চুরি ও ছিনতাই এদের কাজ। আর এখানে মাদকের ছড়াছড়ির কারণে, এখানকার চিহ্নিত মাদকসেবী ও মাদক বিক্রেতারা এদের সেল্টার দেয়। এখানে দেখার কেউ নেই, বলার কেউ নেই। ভয়ে কেউ কিছু বলতেও পারছেনা, যার ফলে অপরাধীরা নির্বিঘ্নে তাদের অপকর্ম চালিয়ে চলে যাচ্ছে।
হাসপাতালের স্টাফরা জানান, হাসপাতালের পিছনের দুই পাশের রাস্তায় সিকিউরিটি গার্ড নিয়োগ করা আছে। তারপরও চোরেরা মেইন রাস্তার ওয়াল টপকে হাসপাতালের ভিতরে ঢুকে এই চুরির ঘটনা ঘটায়। এ ব্যপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে বলে স্থানীয়রা আশা করছেন।
(এসবি/এসপি/মে ২১, ২০২৫)