কাপ্তাইয়ে মহান মে দিবস ও শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

রিপন মারমা, রাঙ্গামাটি : বাংলাদেশ জিন্দাবাদ ",শ্রমিক ঐক্য জিন্দাবাদ"—এই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো কাপ্তাই জুড়ে। আন্তর্জাতিক মহান মে দিবস ২০২৫ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি কাপ্তাইয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দল কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৬ তম ও মহান মে দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহম্মদ ফয়েজ উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিমের সঞ্চালনায় আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগের সভাপতি এ, এম নাজিম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম বিভাগীয় শ্রমিকদলের শাহ নেওয়াজ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদল সাধারন সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, রাঙ্গামাটি জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ মমতাজ মিয়া,রাঙ্গামাটি জেলা বিএনপি সহ সভাপতি সাইফুল ইসলাম ভুট্টু, রাঙ্গামাটি জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম (কবির),রাঙ্গামাটি জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। এ সময় কাপ্তাই কাপ্তাই উপজেলা থেকে আগত শ্রমিকদল এবং বিএনপি, ছাত্রদল, যুবদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় শহীদ জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং শ্রমজীবী মানুষের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
(আরএম/এএস/মে ২১, ২০২৫)