স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর এবং বাগেরহাটে অবস্থিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা তিন দফা দাবিতে সোমবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের বন্দরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রশাসনিক ভবনের সামনে গত বুধবার সকালে ৫ম দিনের মতো এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এর আগে সোমবার সকালে সারাদেশের ৬টি জেলায় অবস্থিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি তিনটি হলো:

১. মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজের যোগদানের জন্য অনূর্ধ্ব ৬ মাসের প্রি-সী ট্রেনিং এর মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান করতে হবে।

২. বিভিন্ন মন্ত্রণালয় অধীনস্থ ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান চালু করতে হবে।

৩. প্রশিক্ষণের মান উন্নত করতে হবে।

শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন মেরিন টেকনোলজি ইনস্টিটিউট থেকে প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী ডিপ্লোমা ডিগ্রি নিয়ে বের হলেও, তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই। উপযুক্ত নিয়োগ নীতিমালা ও প্রশিক্ষণের মানোন্নয়ন ছাড়া তারা ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন।

তারা আরো জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন এবং দাবি আদায় না হলে প্রয়োজনে এ আন্দোলন ঢাকা পর্যন্ত যাবে।

এসময় শিক্ষার্থী সাদ বলেন, যে শিক্ষা প্রতিষ্ঠান বেকারত্ব তৈরি করে সেই শিক্ষা প্রতিষ্ঠান থাকার থেকে না থাকা অনেক ভালো।

জানা যায়, গত ১৮ মে অর্ধ ক্লাস বর্জন, ১৯ মে সম্পূর্ণ ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। এরপর ইনস্টিটিউট শাটডাউন কর্মসূচি দিয়ে বন্ধ করে দেয় তারা। শাটডাউন কর্মসূচি ঘোষণার পর বিএমইটির এডিজি ইনস্টিউট পরিদর্শনে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন আসস দেন আগামী ২৫ মে মন্ত্রণালয়ে মিটিং করে সকল সমস্যার সমাধান দেওয়া হবে।

এবিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জ অধ্যক্ষ প্রকৌশলী মোছাঃ শরিফা সুলতানা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

(এস/এসপি/মে ২২, ২০২৫)