ফুলপুরে ট্রলি রেসলিং খেলা অনুষ্ঠিত
.jpg)
মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে যুব সমাজের আয়োজনে ব্যতিক্রমী ট্রলি রেসলিং খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বওলা গ্রামের পূর্বপাড়া নামক স্থানে খেলাটি অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী টলি রেসলিং খেলায় উপজেলার ১৫ টি টিম টলি নিয়ে অংশগ্রহণ করে। তারা কাঁদা মাখা ক্ষেতে খেলায় প্রতিযোগিতা করে। খেলার আনন্দ উপভোগ করতে স্থানীয় লোকজনসহ দূরদূরান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসে। খেলা শেষে বিজয়ীকে একটি এলইডি টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়।
(এসআই/এসপি/মে ২২, ২০২৫)