সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেছে জনতার বন্ধু ফাউন্ডেশন। টেকনিশিয়ান দ্বারা রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয় এবং রক্তের গ্রুপ নির্ণয়ের কার্ড প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার উপজেলার বারিষাব ইউনিয়নের চৌকারচালা দাখিল মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিনব্যাপী এই ক্যাম্পেইনে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাসহ প্রায় দুই শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ জানার সুযোগ পায়। রক্তের গ্রুপ জানতে আসা এক স্কুল শিক্ষার্থী বলেন, ‘সহপাঠীদের সঙ্গে এসে রক্তের গ্রুপ জেনে নিয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, প্রতিষ্ঠানের সভাপতি মাহাবুব আমিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম জনতার বন্ধু ফাউন্ডেশনের সভাপতি শরিফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উমর ফারুক প্রমুখ।

মাদ্রাসার সুপার মাওলানা এখলাছ উদ্দিন বলেন, ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একটি ভালো উদ্যোগ। এমন অনেকেই আছে যারা নিজের ব্লাড গ্রুপ জানে না। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হবে। আমি এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।

সংগঠনের সভাপতি শরিফ উদ্দিন বলেন, আমরাইদ জেনারেল হাসপাতালের সৌজন্যে বিনামূল্যে শিক্ষার্থীদের রুক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজন করেছি। সকাল থেকে শিক্ষার্থীরা বিনামূল্যে এখানে রক্তের গ্রুপ পরীক্ষা করছে। রক্তের গ্রুপ পরিক্ষার পাশাপাশি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান কার্যক্রম পরিচালনা করে থাকি।

(এসকেডি/এসপি/মে ২২, ২০২৫)