রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনিতে খানের পানিতে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাদাকাটি এলাকার সাড়ে পাঁচ আনা খাল থেকে ভাসমান অবস্থায় ঐ লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম রওশান আলী (৬৫)। তিনি আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মৃত আবু মুন্সী সরদারের ছেলে। স্থানীয়রা জানান খালের পানিতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খালের পানি থেকে লাশ উত্তোলন করে। এসময় উপস্থিত তার পুত্র সাইফুল ইসলাম দেখেন এটি তার পিতার রওশান আলীর লাশ।

সাইফুল ইসলাম জানান, তার বাবা সকালে ভাত খেয়ে মাঠে গিয়ে ছিল কিন্তু ফিরে আসেনি। তবে তার পরিবার বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে ছিল।

বিষয়টি নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল আরেফিন জানান, পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুও কারণ নিশ্চিত করেতে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/মে ২২, ২০২৫)