সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মিরপুর বেনারসী পল্লীর 'গণচেতনা'র নামক একটি সংগঠনের আয়োজনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা গত বুধবার বিকালে ঢাকা সড়কের পাশে কাপাসিয়া ইটা খোলার মাঠে এ মেলা উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, জেলা বিএনপির সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা জহিরুল ইসলাম ফকির, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ মোশারফ হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন, কাপাসিয়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাবলু, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল নেতা সোহাগ, টিপু প্রমুখ।

'গণচেতনা'র সভাপতি মোঃ জয়নাল আবেদীন জানান, তাদের সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়ে থাকে। এর অংশ হিসেবে ঐতিহ্যবাহী কাপাসিয়ায় মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

(এসকেডি/এসপি/মে ২৩, ২০২৫)