শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে  স্ত্রী ও শ্যালক শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ১টায় আদিবাসী সম্প্রদায় অধ্যুষিত ৮ নং ভোগনগর  ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মাহা বেশরা (৪৫)।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি টিম রাত ২টায় ঘটনাস্থল বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া জাতীয় উদ্যানে ২ ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত সামুয়েল সুকল মাডি (৩২) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান ঘটনা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(এসএএস/এএস/মে ২৪, ২০২৫)