রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে ৫ ডাকাত আটক

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির সরঞ্জামসহ ডাকাত ও চাঁদাবাজ চক্রের ৫ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ৩টার দিকে কালুখালী৷ উপজেলার সাওরাইল ইউনিয়নের, মুড়ি কাটা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ মজিবুর রহমান, সাজেদা বেগম, আবু সায়েম, মোঃ সুলতান আলী মোল্লা ও জসিম মণ্ডল।
অভিযানের এ সময় মোঃ মজিবুর রহমানের বসতঘরে তল্লাশি চালিয়ে ১টি ৯ মি.মি. পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১৫ রাউন্ড তাজা গুলি, ৩টি ওয়ান শুটার বন্দুক, ২টি ছুরি, ১টি হকিস্টিক, ৩টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, ৩টি জাতীয় পরিচয়পত্র, ২টি চেকবই, ২টি মদের বোতল উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল এবং কালুখালী থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয়ভাবে কুখ্যাত ‘মজনু গ্রুপ’-এর সদস্যদের টার্গেট করে সাওরাইল ইউনিয়নের মুড়ি কাটা গ্রামে এই অভিযান চালানো হয়।
যৌথ বাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে- তারা দীর্ঘদিন ধরে পাংশা ও কালুখালী উপজেলায় সংঘবদ্ধভাবে চাঁদাবাজি এবং সশস্ত্র ডাকাতি করে আসছিল। অভিযান শেষে আটককৃতদের ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদসহ অন্যান্য আলামত কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
(একে/এসপি/মে ২৪, ২০২৫)