শাহ্ আলম শাহী, দিনাজপুর : স্টোর রুমে ব্যানার দিয়ে নিজেকে ঢাকিয়ে লুকিয়ে থাকার পরও দিনাজপুরে পুলিশের হাতে গ্রেফতার হলো আওয়ামীলীগ নেতা।

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ শুক্রবার গভীর রাত থেকে আজ শনিবার (২৫ মে) ভোর পর্যস্ত বিশেষ অভিযান চালিয়ে এজাহার ভুক্ত ১০ জন আওয়ামী লীগ ফ্যাসিস্ট গ্রেপ্তার করেছে। অভিযান টের পেয়ে বিভিন্ন কৌশলে পুলিশী গ্রেফতার এড়াতে অনেকে অপচেষ্টা করলেও শেষ পর্যস্ত পুলিশের হাতে ধরা পড়েছে। এর মধ্যে দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজগার আলী সুইহারী মোড়স্থ বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্টোর রুমে ব্যানার দিয়ে নিজেকে ঢাকিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করে। তারপরও পুলিশের হাতে গ্রেফতার হয় এই আওয়ামীলীগ নেতাকে।

গ্রেফতারকৃত অন্যান্য আওয়ামীলীগ নেতা-কর্মীরা হলেন- শহরের লালবাগ এলাকার মুনতাসির মাহমুদ মিলন, সাখাওয়াত হোসেন রাফি, বাশের হাট এলাকার রকি হাসান, রামনগর এলাকার অ্যাডভোকেট মো: মোকছেদুর রহমান শাহজাদা, মো: আনোয়ার হোসেন, মহাদেবপুর এলাকার মোঃ সাদিকুল ইসললাম, চেহেলগাজী এলাকার নজরুল ইসলাম, শেখপুরা এলাকার শাহিনুর ইদলাম ও শহরের ঘাসিপাড়া এলাকার মোঃ রিয়াজুল ইসলাম রেজা।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান আওয়ামী লীগের ১০ জন নেতা-কর্মীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এদের প্রত্যেকে মামলার এজাহার ভুক্ত আসামি।আজ শনিবার (২৫ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

(এসএস/এসপি/মে ২৪, ২০২৫)