সালথায় চুরি-ছিনতাই বন্ধে এলাকাবাসীর সাথে পুলিশের মতবিনিময়

সালথা প্রতিনিধি : ঈদ উল আযহা উপলক্ষে চুরি-ছিনতাই ও ডাকাতি রোধে এলাকার বিভিন্ন পয়েন্ট পাহারা দেয়ার জন্য ফরিদপুরের সালথায় এলাকাবাসীর সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন থানা পুলিশ।
আজ শনিবার বিকালে উপজেলার বল্লভদি ইউনিয়নের চন্ডিবর্দী এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বল্লভদি ইউনিয়ন ভিট অফিসার এসআই কাওসার আহমেদ, এস আই উজ্জল, এএসআই আক্তার হোসেন, ৩ নং ওয়ার্ড মেম্বার ওলিয়ার রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(এএন/এসপি/মে ২৪, ২০২৫)