চাটমোহরে মাদক প্রতিরোধে অভিভাবক ও ছাত্র-ছাত্রী সমাবেশ

চাটমোহর প্রতিনিধি : ‘মাদকের বিরুদ্ধে রুখে দাড়াও-সুস্থ, সুন্দর সমাজ গড়ো’ এই শ্লোগান নিয়ে মাদক প্রতিরোধে অভিভাবক ও ছাত্র-ছাত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকালে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া বড়াল বিদ্যা নিকেতনের আয়োজনে স্কুল আঙিনায় অনুষ্ঠিত সমাবেশে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক আতিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপজেলা একাডেমিক সুপার ভাইজার গোলাম মোস্তফা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অভিভাবক আফরোজা খাতুন, শাহ সুলতানা, শিখা রাণী, স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র সুমন হোসেন রহমতুল্লাহ, সাদিকুল ইসলাম, শোহরাব হোসেন প্রমুখ।
সপ্তম শ্রেনীর ছাত্র সুমন হোসেন রহমতুল্লাহ মাদক প্রতিরোধ, কুফল সম্পর্কে সুন্দর বক্তব্য উপস্থাপন করায় ইউএনও তাকে একটি স্কুল ব্যাগ উপহার দেন।
অনুষ্ঠানের শুরুতেই ছিলো বড়াল থিয়েটারের শিল্পীদের পরিবেশনায় সমবেত কন্ঠে দেশের গান।
সমাবেশে স্কুল শিক্ষক-শিক্ষার্থী, অঅিভাবক উপস্থিত ছিলেন।
(এসএইচ/এসপি/মে ২৪, ২০২৫)