নড়াইলে নাশকতা মামলায় নিষিদ্ধ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আশীষ গ্রেফতার

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে নাশকতা মামলায় সদর উপজেলার ৮ নং কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর থানা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশিষ কুমার বিশ্বাসকে (৫০) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
শনিবার (২৪ মে) ভোররাতে নড়াইল সদর থানা পুলিশ ও লোহাগড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের কলোড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের (১৩ নভেম্বর) শ্রমিক নেতা জাহিদুল আলম ঝুনু বাদী হয়ে ১৩৪ জনকে আসামি করে ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন। মামলা নাম্বার ১৫।
ওই মামলার সদর উপজেলার ৮ নং কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর থানা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশিষ কুমার বিশ্বাস অজ্ঞাতনামা আসামি বলে জানান পুলিশ।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, সদর উপজেলার ৮ নং কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর থানা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশিষ কুমার বিশ্বাসকে (৫০) আদালতে পাঠানো হয়েছে।
(আরএম/এএস/মে ২৫, ২০২৫)