সোনাতলায় ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি

বিকাশ স্বর্নকার, সোনাতলা : "নিয়মিত ভুমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি" মুল প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া সোনাতলায় ভুমি মেলা-২০২৫ এর উদ্বোধন এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে রবিবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবং (দায়িত্বরত) সহকারী কমিশনার ভূমি স্বীকৃতি প্রামাণিক। আধুনিকতার ছোঁয়ায় কোন পদ্ধতিতে নামজারি ও কিভাবে ভুমি উন্নয়ন কর প্রদান করা যায় সেই বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ইউএনও স্বীকৃতি প্রামাণিক।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম,আরাফাত দেওয়ান, আবুল হোসাইন, জিন্নাতুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভুমি অফিসের বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। মধুপুর ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান চলমান আইন অনুযায়ী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ (৬)এর (৩)ধারা অনুযায়ী কোন ব্যক্তির নামে বলবত সর্বশেষ খতিয়ান না থাকলে এবং হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা প্রদর্শনে ব্যর্থ হলে তিনি উক্ত ভূমি বিক্রয় দান এবং অন্য কোনো ভাবে ভুমি হস্তান্তর সম্পাদন দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন না। সহযোগিতায় ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।
(বিএস/এএস/মে ২৫, ২০২৫)