মহম্মদপুর প্রতিনিধি : মাগুরায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার থেকে শুরু হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫।

এ উপলক্ষে মাগুরা ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মাোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রিজভী জামান। দু’দিন ব্যাপী এই মেলায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নানা উদ্ভাবনীসমূহ প্রদর্শিত হচ্ছে।

(বিএস/এসপি/মে ২৫, ২০২৫)