রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে খড় শুকানোয় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ধানের খড় শুকাতে দেখা গেছে কৃষকদের। এতে সংকুচিত হয়ে পড়েছে সড়কের অর্ধেক অংশ। ফলে ছোট যানবাহন বিশেষ করে মোটরসাইকেল ও তিন চাকার যানবাহনের চালকদের জন্য সড়কগুলো হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বাগমারা থেকে কালুখালী উপজেলার গান্ধীমারা বাজার পর্যন্ত হাইওয়ে মহাসড়কের দুই পাশে খড় শুকাতে দেখা গেছে। প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে কৃষকরা মহাসড়কের পাশে খড় শুকাতে দিচ্ছে বলে জানান স্থানীয় ও যানবাহন চালকেরা।
কৃষকরা বলছেন, টানা বৃষ্টির পর হঠাৎ রোদের দেখা পাওয়ায় সড়কে ধান ও খড় শুকাতে ব্যস্ত হয়ে পড়েছে কৃষকেরা। সড়কের খড় শুকাতে দিলে তেমন কষ্ট করতে হয় না। প্রায় একদিনে খড় শুকানো হয়ে যায়।তাই সড়কে দুই পাশের বেশিরভাগ মানুষ সড়কের পাশেই খড় শুকাচ্ছে।
পাংশা থেকে রাজবাড়ী গামী মোটরসাইকেল চালক আবুল সরদার বলেন, ব্যবসার কাজে নিয়মিত আমাকে রাজবাড়ী আসতে হয়। কয়েকদিন ধরে দেখছি কালুখালীর গান্ধিমারা বাজার থেকে সদর উপজেলার বাগমারা বাজার পর্যন্ত মহাসড়কের দুই পাশ দিয়ে কৃষকরা ধানের খড় শুকাতে দেয়। এই খড়গুলো সড়কের মাঝ বরাবর চলে আসে। খড়ের ওপর দিয়ে গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। চাকা স্লিপ কাটে। অনেক সময় দুর্ঘটনা ঘটে।
আরেক মোটরসাইকেলচালক সাজ্জাদ হোসেন বলেন, রাস্তার দুই পাশে ধানের খড় শুকানো হচ্ছে। এতে সড়ক ছোট হয়ে গেছে। এ সড়কে দ্রুত গতিতে বাস, ট্রাকসহ বড় বড় যান চলাচল করে। খড়ের ওপরে মোটরসাইকেল ব্রেক চাপলে চাকা পিছলে যায় এতে যে কোনো সময়ের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
মাহেন্দ্রচালক সিরাজুল ইসলাম বলেন, রাস্তার যেখানে বাক নিয়েছে সেখানেও রাস্তার দুপাশ জুড়ে খড় শুকাতে দেওয়া হয়। এর ফলে বাকের ওখানে রাস্তা সংকুচিত হয়ে যায়। ফলে ওভারটেক করার সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তায় খড় শুকানো যেমন বিপজ্জনক, তেমনি এটি আইন পরিপন্থি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
রাজবাড়ী সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী তুষার আহমেদ বলেন, এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা সড়ক বিভাগ থেকে মাইকিং করব।
এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সংশ্লিষ্টদের এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
(একে/এসপি/মে ২৫, ২০২৫)