ধান কাটতে গিয়ে রাসেলস ভাইপার পিটিয়ে মারলেন কৃষক

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে ধান কাটতে গিয়ে একটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরেছেন ইয়াকুব আলী নামের এক কৃষক। জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। এরপর থেকে নদী এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে ইয়াকুব আলীসহ কয়েকজন দিনমজুর শ্রমিক হিসেবে শিমুল প্রামানিক নামে এক ব্যক্তির জমিতে ধান কাটতে যান। এসময় একটি সাপ দেখতে পায় ইয়াকুব আলী। এরপর কয়েকজন মিলে তাদের হাতে থাকা কাঁচি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে তারা জানতে পারেন সাপটির নাম রাসেলস ভাইপার।
জমির মালিক শিমুল প্রামাণিক বলেন, ‘ছয়জন কৃষক আমাদের জমির ধান কাটছিলেন। এ সময় একটি সাপ দেখতে পেয়ে তারা মেরে ফেলেছেন। পরে জানা গেছে সাপটি রাসেলস ভাইপার সাপ ছিল। ঘটনার পর থেকে এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই পদ্মার চরে ধান কাটতে যেতে চাচ্ছেন না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু দারদা বলেন, ‘ওই এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে।’
(একে/এসপি/মে ২৫, ২০২৫)