আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশাল নগরীর বটতলা গোড়াচাঁদ দাস রোডের দশতলা ভবনের ওটিবিএল টাওয়ারের ছাদে থাকা স্টোর রুমে শনিবার (২৪ মে) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানিয়েছেন, ভবনটির দশতলার একটি স্টোর রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন।

অপরদিকে নগরীর আলেকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ নাসিম বলেন, ভবনের ছাদে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে বিষয়টি আমরা জানতে পারি। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি ভবনের ভেতরে থাকা মানুষদের নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। যেকারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

(টিবি/এসপি/মে ২৫, ২০২৫)