গৌরনদীতে ভূমি মেলার উদ্বোধন
.jpg)
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” শ্লোগানে বরিশালের গৌরনদীতে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক রিফাত আরা মৌরি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয। উপজেলা চত্বর থেকে বর্নাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে ভূমি অফিস মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, সোনালী ব্যাংকের ম্যানেজার নিপেন্দ্র কুমার, বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী শাহেদ আহম্মেদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি খায়রুল ইসলাম। অনুষ্ঠানে ভূমি সেবা প্রত্যাশীরা অংশগ্রহন করেন।
(টিবি/এসপি/মে ২৫, ২০২৫)