সুবর্ণচরে ভূমি মেলা, খতিয়ান বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে ভূমি মেলা উদযাপন উপলক্ষো ভূমিহীনদের মাঝে সিডিএসপির'র বন্দোবস্তীয় খতিয়ান বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে সুবর্ণচরে উপজেলান মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে সুবর্ণচর উপজেলা ভূমি অফিস।
ভূমি অফিসের নাজির মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় ও সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদুল হাসান, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কামাল চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আতিকুল ইসলামসহ সুবিধাভোগী ভূমিহীন ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
(এস/এসপি/মে ২৫, ২০২৫)