আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির দুই নেতাকে বহিস্কার করা হয়েছে। 

বহিস্কৃতরা হলেন- সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাক মো. মিন্টু মিঞা ও একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিঞা।

আজ রবিবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু ও সদস্য সচিব হুমাউন খান এ বহিস্কারাদেশে স্বাক্ষর করেছেন।

উল্লেখ্য, উজিরপুরের সাতলায় মাছের ঘের দখল নিয়ে বিএনপির নেতাকর্মীরা দুইভাগে বিভক্ত হয়ে পরেন। এনিয়ে এলাকায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতিসহ উত্তেজনা ছড়িয়ে পরে। বিষয়টি নিয়ে দুইপক্ষই সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগে তোলেন। এরই পরিপ্রেক্ষিতে উল্লেখিত দুই নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছেন।

(টিবি/এসপি/মে ২৫, ২০২৫)