স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : জাতীয় জাগরণের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬তম জয়ন্তী সারাদেশের ন্যায় পঞ্চগড়ে পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা (সার্বিক) সুমন চন্দ্র দাশ।

নজরুল জয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান,সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের মতো করে রচনা, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করে। রাষ্ট্রীয় নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন আয়োজিত প্রথম প্রহরের আলোচনায় ছিল 'চব্বিশের গণঅভ্যুত্থান, নজরুলের উত্তারাধিকার,প্রবন্ধ পাঠ করেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক এহতেশামুল হক। পরে শুরু হয় আবৃত্তি এবং নাচ-গানের নানা ব্যঞ্জনার ব্যতিক্রমী অনুষ্ঠান। কবির ১২৬তম জয়ন্তীতে ১২৬ জন শিল্পীর সম্মিলনী সুর-সঙ্গীত, নাচ, গান এবং আবৃত্তির এই অনুষ্ঠানে নজরুল ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। এবারের ভিন্ন আঙ্গিকে পরিবেশিত এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং নির্দেশনায় ছিলেন স্বয়ং জেলা প্রশাসক ও পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃসাবেত আলী (যুগ্ম সচিব)।

ঘন্টাব্যাপী অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন। কখন সুর-সঙ্গীত,কখনও গান,কখনও আবৃত্তির মধুর কন্ঠে অনুষ্ঠানস্থল মেতে উঠে।বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের সংবাদ পাঠক ও শুদ্ধস্বর আবৃত্তি পরিষদের কর্নধার দেলোয়ার হোসেন, আফিয়া ইবনাত ইলা ও তানজিনা আকতারের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে 'জেলা শিল্পকলার পরিবেশনা,'অঞ্জলি লহ মোর সঙ্গীতে'কন্ঠ দেন সত্যেন্দ্র নাথ রায়, ধনেশ রায়,আব্দুল মান্নান ও তাদের দল। কারিগরি সংগঠনের শিল্পী তৃষ্ণা বণিকের কন্ঠে ভেসে আসে, 'মোর ঘুম ঘোরে।নজরুলের গজল, 'তোরা দেখে যা আমিনা মায়ের কোলে.. 'পরিবেশন করে পঞ্চগড় বাউল পরিষদের শিল্পীরা।এরপর, এক এক করে মঞ্চে আসে, শুদ্ধস্বর আবৃত্তি পরিষদ, বাংলাদেশ শিশু একাডেমি পঞ্চগড় জেলা শাখা, উদীচী শিল্পী গোষ্ঠী, দীপ্তকন্ঠ এবং দিশারি নাট্যগোষ্ঠীর শিল্পীরা।পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের শিল্পীরা নজরুলের কালজয়ী গান 'কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট গানের বিদ্রোহী তাল এবং ছন্দে নেচে গেয়ে মঞ্চ মাতিয়ে তুলে।নাট্যকার ও কলামিস্ট রহিম আব্দুর রহিম এর পরিকল্পনা ও নির্দেশনায় এই পর্বে, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক লিটু আনামের পরিচালনায় নৃত্যকলায় অংশ গ্রহণ করে লাবণ্য দত্ত, তিশা রাণী, তাসনিয়া মাহি, নুশরাত জাহান, জিন্নাত আফরিন কলি, মেঘলা মেনু ও তৃষা রাণী।

কারারক্ষীর নৃত্যনাট্যে অভিনয় করে, তাহমিদ আলী, শাহরিয়ার নবী উল্লাস, নাজমুল হুদা নাফিম, শাহারিয়ার রহমান শ্রাবণ ও মেহেদী হাসান।

নেপথ্যেকর্মী হিসেবে দায়িত্ব পালন করে নাট্যকর্মী আব্দুল্লাহ আল গালিব। ঘন্টাব্যাপী অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলায় ছিলেন দিশারি নাট্যগোষ্ঠীর কর্নধার মোঃ রফিকুল ইসলাম সরকার। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।

(এআর/এএস/মে ২৬, ২০২৫)